Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মাঠ পর্যায়ের সিএইচসিপিদের নিয়ে ডিসেম্বর”২২ ইং মাসের সমন্বয় সভা অনুষ্ঠিত ।
Details


আজ শেরপুর সদর উপজেলার মাঠ পর্যায়ের সিএইচসিপিদের নিয়ে ডিসেম্বর”২২ ইং মাসের সমন্বয় সভা অনুষ্ঠিত হলো। জনাব ডাঃ মোঃ মোবারক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শেরপুর সদর, শেরপুর  মহোদয়ের সভাপতিত্বে উক্ত  সমন্বয় সভায় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতি মহোদয় প্রসবপূর্বসেবা, স্বাভাবিক প্রসবসেবা, প্রসবপরবর্তীসেবা, নবজাতক ও শিশুদের সেবাসহ সকল কার্যক্রমের গুণগতমান বৃদ্ধি এবং সময়মত সঠিক তথ্য রেজিষ্টারে লিপিবদ্ধকরন ও অনলাইনে প্রদানের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।উক্ত  সমন্বয় সভায় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন  জনাব ডাঃ মোঃ আসমাউল ইসলাম, মেডিকেল অফিসার (সিভিল সার্জন), শেরপুর, জনাব ডাঃ মোঃ আকরাম হোসেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন), শেরপুর সদর, শেরপুর, জনাব দুলাল চন্দ্র কর, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট , শেরপুর, জনাব নূর মোহাম্মদ, উপজেলা কো-অর্ডিনেটর, উন্নয়ন সংঘ, শেরপুর।সমন্বয় সভায় কামরুল হাসান সোহাগ, সিএইচসিপি কে বরন এবং সরফরাজ খান সিএইচসিপিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
Attachments
Image
Publish Date
17/12/2022
Archieve Date
17/12/2023